প্যাকেটজাত হিমায়িত খাবার থেকে ছড়াতে পারে করোনা: চীন 

প্যাকেটজাত হিমায়িত খাবার থেকে ছড়াতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

সম্প্রতি করোনায় আক্রান্ত হন চীনের শেংডং প্রদেশের কুইংডাও শহরেদুই বন্দর কর্মী। যদিও করোনার কোনও লক্ষণ ছিল না তাদের। তারা আমদানি করা হিমায়িত মাছ, মাংস জাহাজ থেকে নামানোর কাজ করেন। পরীক্ষা করে দেখা গেছে যে ওই প্যাকেটজাত হিমায়িত খাবারে ছিল রয়েছে করোনার জীবাণু। এরপরই চীনের সিডিসির পক্ষ থেকে এমনটি জানানো হলো। তবে যে নমুনা সংগ্রহ করা হয়েছে, সেখানে সব প্যাকেটে ভাইরাসের চিহ্ন মেলেনি। তাই প্যাকেটজাত খাবার থেকে করোনা ছড়ানোর ঝুঁকি কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিকে শনিবার থেকে ১৯টি দেশের ৫৬টি কোম্পানি থেকে প্যাকেটজাত খাবারের আমদানি বন্ধ করে দিয়েছে চীন।

এর আগে গত জুলাই মাসে চিনের উত্তর-পূর্ব প্রদেশের লিয়াওনিংয়ের বন্দরে ডালিয়ানের শুল্ক দফতরের কর্মকর্তারা আমদানিকৃত হিমায়িত চিংড়ির প্যাকেজিংয়ে করোনাভাইরাস খুঁজে পেয়েছিলেন। সেই সময় চীন বাইরে থেকে চিংড়ির আমদানি সাময়িক স্থগিত রেখেছিল।