কোভিড-১৯ প্রতিরোধের পদক্ষেপ অবশ্যই অব্যাহত রাখতে হবে: ডব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও জোর দিয়ে বলেছে, করোনাভাইরাস মহামারী মোকাবিলায় ইউরোপের অনেক দেশে বিধিনিষেধ ও নিয়ন্ত্রণের প্রয়োজন এখনও রয়ে গিয়েছে পুরোপুরি।
ডব্লিউএইচও বলছে, ইউরোপে চলতি মাসে দু বার দৈনিক সংক্রমণের মোট সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ছাড়িয়ে যায়।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র ইউরোপের জন্য নিযুক্ত আঞ্চলিক পরিচালক হান্স ক্লুজ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ইউরোপে দৈনিক সংক্রমণের ঘটনা দ্বিগুন বৃদ্ধি পেয়ে এপ্রিল মাসের তুলনায় তিন গুনে পৌঁছেছে। তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণকারী করোনা রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তিনি এও জানান, নিশ্চিত সংক্রমণের সংখ্যা বৃদ্ধির আংশিক কারণ হোল, পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা ও মান উন্নত হওয়ার কথা উল্লেখ করে ক্লুজ জানান যে, ইউরোপে করোনাভাইরাসে প্রাণনাশের সংখ্যা আগের তুলনায় এক পঞ্চমাংশে নেমে এসেছে।
ডব্লিউএইচও, ইউরোপীয় দেশসমূহকে শীতকালে ইনফ্লুয়েঞ্জার বিস্তারের ওপর ঘনিষ্ঠ নজর রাখতে আহ্বান জানিয়ে বলেছে, ফ্লু এবং কোভিড-১৯ এর জোড়া মহামারী যদি শুরু হয়ে যায়, তাতে বিরাট চাপ পড়বে চিকিৎসা ব্যবস্থার ওপর।