জাপানে জরিপে দেখা গেছে, শিশুদের জীবনযাত্রা করোনাভাইরাসের কারণে বিঘ্নিত হচ্ছে
জাপানে এক জরিপে দেখা গেছে যে অনেক শিশুর ঘুমানোর অভ্যাস করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রভাবিত হচ্ছে।
জাতীয় শিশু স্বাস্থ্য এবং বিকাশ কেন্দ্রের একদল বিশেষজ্ঞ এই মহামারীর প্রভাব পর্যালোচনা করার জন্য ১৭ বছর বয়সী শিশু এবং তাদের পিতামাতাকে লক্ষ্য ধরে অনলাইনে এক জরিপ চালান। সেপ্টেম্বর মাসের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত তারা সাড়ে ৪ হাজারের বেশি উত্তরদাতার সাড়া পান।
মহামারীর আগের সময় থেকে শিশুদের ঘুমাতে যাওয়ার সময় পরিবর্তিত হয়ে কিনা জিজ্ঞাসা করা হলে তিন বছর থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বয়সের ১৭% শিশু জানায়, তাদের ঘুমাতে যাওয়ার সময় এক ঘণ্টা বিলম্বিত হয় বা অনিয়মিত হয়ে পড়েছে। এই সংখ্যা চতুর্থ শ্রেণী বা এর উপরের ক্লাসের শিশুদের মধ্যে বেড়ে দাঁড়ায় ৩৬ শতাংশে।
ঘুম কেমন হচ্ছে সে বিষয়ে ৪২% শিশু বলে, সকালে ঘুম থেকে উঠতে তাদের সমস্যা হচ্ছে।
এই জরিপ চালানো ডা. হানগাই মাইউমি বলেন, স্কুল খুলে যাওয়ায় শিশুদের আবার একটি স্বাভাবিক সময়ে ঘুম থেকে ওঠা শুরু হয়েছে, তবে তাদের ঘুমাতে যাওয়ার সময় একইরকম রয়েছে। তিনি ইঙ্গিত দেন, দৈনন্দিন রুটিনে একটি বিঘ্নতার শিশুদের মধ্যে স্ট্রেসের কারণ হওয়ার প্রবণতা রয়েছে।