জাপানে সপ্তাহান্তে মৌসুমি ঝড়ের আঘাত হানার সম্ভাবনা
জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চান-হোম চলতি সপ্তাহান্ত জুড়ে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে।
আবহাওয়া কর্মকর্তারা বলছেন, চান-হোম মঙ্গলবার জাপানের দক্ষিণের জলসীমার উপর দিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল এবং ধারণা করা হচ্ছে এটি একটি ঝোড়ো এলাকার উদ্ভব ঘটাতে পারে।
মঙ্গলবার সকালের পূর্বাভাসে দেখা যাচ্ছে যে, এই মৌসুমী ঝড় হয়তো বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণের ওকিনাওয়া দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ-পশ্চিমের কাগোশিমা জেলার কাছাকাছি চলে আসতে পারে।
এরপর, এটি হয়তো শনিবার থেকে রবিবারের মধ্যে জাপানের পশ্চিম থেকে পূবের দিকে অগ্রসর হতে পারে।