৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের নিষেধাজ্ঞা প্রত্যাহার
করোনা ভাইরাস মহামারির কারণে সাত মাস বন্ধ থাকার পর সৌদি আরব সীমিত পরিসরে ৪ অক্টোবর থেকে ওমরাহ হজ করার অনুমতি দিতে যাচ্ছে। প্রাথমিক অবস্থায় দেশটিতে বসবাসকারীরা ওমরাহ করতে পারবেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।
বছরের যে কোনো সময় মুসলিমরা ওমরাহ করতে মক্কা ও মদিনায় যেতে পারেন। গত বছর ১ কোটি ৯০ লাখ মুসলমান ওমরাহ পালন করলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছরের মার্চে ওমরাহ কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি সরকার।
এসপিএ বলছে, এমনিতেই দৈনিক ২০ হাজার জনের ওমরাহ করার অনুমতি দেওয়া হলেও আপাতত এর ৩০ শতাংশ, অর্থাত্ দেশটিতে বসবাসকারীদের মধ্য থেকে দিনে ৬ হাজার জনকে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। ১৮ অক্টোবর থেকে তা বাড়িয়ে ৭৫ শতাংশ করা হবে। এরপর ১ নভেম্বর থেকে বিভিন্ন দেশের মুসলিমদেরও ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। তখন দৈনিক শতভাগ ধারণক্ষমতার মানুষ ওমরাহ করতে পারবেন। মহামারির কারণে এবার মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজও সীমিত আকারে পালিত হয়েছে। প্রতি বছর ৩০ লাখ মানুষ হজ করলেও এবার মাত্র ১০ হাজার স্থানীয় বাসিন্দা হজ করার সুযোগ পেয়েছেন।