টিকার বড় সরবরাহের নিয়ন্ত্রণ ধনী দেশগুলোর হাতে- অক্সফাম

একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অক্সফাম বলছে, ধনী দেশগুলোর একটি ছোট গোষ্ঠী ইতিমধ্যেই করোনাভাইরাস টিকার ভবিষ্যৎ বৈশ্বিক সরবরাহের অর্ধেক কিনে নিয়েছে।

দাতব্য সংস্থাটি একটি বিশ্লেষক সংস্থার সংগৃহীত উপাত্ত ব্যবহার করে বর্তমানে পরীক্ষার শেষ পর্যায়ে থাকা পাঁচটি প্রতিদ্বন্দ্বী টিকার উৎপাদক এবং ওষুধ কোম্পানিগুলোর সাথে ইতিমধ্যে সম্পন্ন হওয়া চুক্তি বিশ্লেষণ করে দেখেছে।

অক্সফাম বলছে, যদি পাঁচটি টিকার সবগুলোই সফল হয়, তবে ৫৯০ কোটি ডোজের চাইতে বেশি টিকার সরবরাহ নিশ্চিত হবে। আর প্রত্যেকে দুটি করে টিকা নিলে এটি ২শ ৯০ কোটি মানুষের জন্য যথেষ্ট।

গবেষণায় এটি দেখা যাচ্ছে যে ৫শ ৩০ কোটি ডোজের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে ২শ ৭০ কোটি বা ৫১ শতাংশের সরবরাহ যুক্তরাষ্ট্র, বৃটেন ও জাপানের মত উন্নত দেশগুলো নিশ্চিত করে নিয়েছে।

অক্সফাম বলছে, এই দেশগুলো বিশ্বের মোট জনগোষ্ঠীর মাত্র ১৩ শতাংশকে প্রতিনিধিত্ব করে।

গ্রুপটি বলছে যে গবেষণার ফলাফল এই ইঙ্গিত দিচ্ছে যে দেশগুলোর মধ্যে বিরাট অসাম্য বিরাজ করছে। সারা বিশ্বের সব মানুষের জন্যই করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে সংশ্লিস্ট সরকারগুলোর কাছে তারা আহ্বান জানাচ্ছে।