এলডিপি সভাপতি নির্বাচিত হয়েছেন সুগা ইয়োশিহিদে
জাপানের প্রধান ক্ষমতাসীন দল নিজেদের নতুন নেতা হিসেবে চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদেকে নির্বাচিত করেছে।
৭১ বছর বয়সী এই রাজনীতিবিদের প্রধানমন্ত্রী আবে শিনযোর উত্তরসূরি হওয়াটা মূলত নিশ্চিত। উল্লেখ্য, স্বাস্থ্যগত সমস্যা সামাল দেয়ার জন্য আবে গতমাসে নিজের পদত্যাগের অভিপ্রায় ঘোষণা করেন।
৫শ ৩৫টি ভোটের মধ্যে ৩শ ৭৭টি পেয়ে সুগা তার অপর দুই প্রতিদ্বন্দ্বী এলডিপির সাবেক মহাসচিব ইশিবা শিগেরু এবং দলের বর্তমান নীতি বিষয়ক প্রধান কিশিদা ফুমিওকে পরাজিত করেন।
সরকারের শীর্ষ এই মুখপাত্র কাজের ক্ষেত্রে তার প্রধান অগ্রাধিকারগুলোকে সনাক্ত করেছেন। তিনি একটি অধিক কার্যকর সরকারের জন্য প্রশাসনিক সংস্কারকে এগিয়ে নিতে চান।
এছাড়া, লোকজনকে একে অপরকে সহায়তা করতে উৎসাহিত করার পাশাপাশি তিনি এমন একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাও গড়ে তুলতে চান যা লোকজনকে সুরক্ষা দিবে।
আগামী বুধবার জাতীয় সংসদের সদস্যরা দেশের নতুন প্রধানমন্ত্রীকে বেছে নিবেন।
আর সংসদের উভয় কক্ষই এলডিপি নেতৃত্বাধীন জোটের নিয়ন্ত্রণে থাকায় সুগা যে এতে জয়লাভ করবেন, তা অনেকটাই নিশ্চিত।
একইদিনের পরের ভাগে নতুন মন্ত্রী পরিষদের নাম ঘোষণা করা হবে।