এলডিপি’র সভাপতি নির্বাচনের প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু

জাপানের প্রধান ক্ষমতাসীন দলের পরবর্তী নেতা বেছে নেয়ার জন্য প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সভাপতি হবার প্রত্যাশায় তিনজন প্রার্থী তাদের বক্তব্য তুলে ধরছেন। বিজয়ী ব্যক্তির দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবার বিষয়টি নির্ধারিত হয়ে আছে।

স্বাস্থ্যগত কারণে আবে শিনযো পদত্যাগের পরিকল্পনা ঘোষণার পর এই প্রতিযোগিতা শুরু হয়।

এলডিপির সাবেক মহাসচিব ইশিবা শিগেরু, চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদে এবং এলডিপির নীতি বিষয়ক প্রধান কিশিদা ফুমিও নেতৃত্বের এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

এই প্রতিযোগিতার মুখ্য বিষয়গুলো হচ্ছে আবে প্রশাসনের নীতিসমূহ এগিয়ে নেয়া হবে কিনা বা হলে তার উপায় কি হবে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারী মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ এবং অর্থনৈতিক ও আঞ্চলিক পুনরুজ্জীবন।

আগামী সপ্তাহের সোমবার জাতীয় সংসদের উভয় কক্ষের এলডিপির আইনপ্রণেতাদের একটি সাধারণ সভায় এই ভোট অনুষ্ঠিত হবে।

প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ ৫শ ৩৫টি ভোটের জন্য লড়বেন যার মধ্যে ৩শ ৯৪ জন এলডিপির আইনপ্রণেতার প্রত্যেকের একটি ভোটের পাশাপাশি দেশের ৪৭টি জেলার প্রতিনিধিত্বকারী স্থানীয় শাখাগুলোর প্রত্যেকটির তিনটি করে ভোট থাকবে।

এদিকে, এলডিপির সাতটি উপদলের মধ্যে পাঁচটিরই সমর্থন নিশ্চিত করায় সুগা দৃশ্যত প্রতিযোগিতায় সামনের সারিতে আছেন।

সে কারণে ইশিবা এবং কিশিদা মূলত দলের সাধারণ সদস্যদের সমর্থন লাভের উপর মনোযোগ নিবদ্ধ করেছেন।