জাপানে করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় ৫শ কোম্পানি দেউলিয়া
জাপানি বাণিজ্য নিয়ে এক সমীক্ষায় দেখা গেছে যে, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে ফেব্রুয়ারি মাসে প্রথম একটি কোম্পানির দেউলিয়া হয়ে যাওয়ার পর থেকে এই সংখ্যা প্রায় ৫০০’তে গিয়ে পৌঁছেছে।
এ সংক্রান্ত গবেষণা নিয়ে কাজ করা কোম্পানি তেইকোকু ডাটাব্যাংক জানায়, গত শুক্রবার পর্যন্ত এই সংখ্যা ৪৮৯-এ গিয়ে পৌঁছায়। এই সংখ্যার মধ্যে সেইসব কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে যেগুলো দেউলিয়া সুরক্ষার জন্য আবেদন করেছে বা পরিচালনা বন্ধ হয়ে পড়ার পর বৈধ তরলীকরণ প্রক্রিয়া শুরু করেছে।
এর মধ্যে অধিকাংশই হচ্ছে রেস্তোরাঁ খাতের। এর পরে রয়েছে আবাসিক স্থাপনাগুলো এবং পোষাকের খুচরা বিক্রেতারা।
পৃথকভাবে টোকিও শোকো রিসার্চ ক্ষুদ্র এবং মাঝারি আকারের ব্যবসা নিয়ে জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত এক সমীক্ষা চালায়।
৮.৫% উত্তরদাতা জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের দ্রুত অবসান না হলে, তারা হয়তো বাণিজ্য বন্ধ করে দেবে।
সারা দেশ জুড়ে প্রায় ৩৬ লক্ষ ক্ষুদ্র এবং মাঝারি আকারের কোম্পানি রয়েছে বলে অনুমান করা হয়। এর অর্থ হচ্ছে, এগুলোর মধ্যে ৩ লক্ষেরও বেশি কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকির মুখে রয়েছে।