শিশু কল্যাণমূলক তালিকায় ২০ তম স্থানে রয়েছে জাপান
বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে শিশু কল্যাণ বিষয়ক ইউনিসেফ প্রকাশিত এক প্রতিবেদনে ৩৮টি দেশের মধ্যে জাপান ২০ তম স্থানে রয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়ন বা অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংগঠনের সদস্য ধনী দেশগুলোতে শিশু কল্যাণ বিষয়টি মূল্যায়ন করে দেখে ইউনিসেফ। মানসিক ও শারীরিক কল্যাণের পাশাপাশি বাঁচার জন্য প্রয়োজনীয় দক্ষতা – এই তিন মাত্রার উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করা হয়।
তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস এবং এর পরেই রয়েছে ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যাণ্ড ও ফিনল্যান্ড।
শারীরিক স্বাস্থ্যের দিক থেকে বিচার করলে জাপান তালিকার শীর্ষে থাকলেও মানসিক সুস্থতার ক্ষেত্রে জাপান ছিল তালিকায় সর্বনিম্নে থাকা দেশের মাত্র এক স্থান আগে। শারীরিক স্বাস্থ্যের মাপকাঠি ছিল অতিরিক্ত ওজন এবং শিশুদের মধ্যে মৃত্যুর হার। ১৫ বছর বয়সের কিশোর কিশোরীদের জীবন নিয়ে সন্তুষ্টি এবং তাদের মধ্যেকার আত্মহত্যার হারের উপর ভিত্তি করে মানসিক স্বাস্থ্য মূল্যায়ন করা হয়েছিল।
দক্ষতার ক্ষেত্রে জাপানের স্থান হল ২৭, শিক্ষা ক্ষেত্রে পারদর্শিতা বেশি হলেও সামাজিক দক্ষতার ক্ষেত্রে তারা পটু নয়।
করোনাভাইরাস বিস্তার লাভের আগে সর্বশেষ জরিপটি পরিচালনা করা হয়েছিল বলে ইউনিসেফ জানায়।