করোনাভাইরাসের প্রতিষেধক টিকার মানবদেহে পরীক্ষা করে দেখার তৃতীয় পর্যায়
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং জৈব রাসায়নিক কোম্পানি মডার্না জানিয়েছে যে কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা প্রস্তুতের কাজে মানবদেহে পরীক্ষা করে দেখার চূড়ান্ত পর্যায়ে তারা প্রবেশ করল। এই টিকা যৌথভাবে তারা তৈরি করছে।
সোমবার ঐ প্রতিষ্ঠান ঘোষণা করে যে পরীক্ষামূলক ঐ টিকার নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করে দেখতে তারা মানবদেহে পরীক্ষা করে দেখার তৃতীয় পর্যায় বা ক্লিনিকাল ট্রায়ালের ফেজ থ্রিতে প্রবেশ করল।
যুক্তরাষ্ট্রের প্রায় ৯০ টি স্থানে এই পরীক্ষা চালানো হবে এবং এতে প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন বলে তারা জানায়।
ম্যাসাচুসেটস ভিত্তিক মডার্না প্রতিষ্ঠানটি সরকারের কাছ থেকে মোট প্রায় ১০০ কোটি ডলারের আর্থিক সহযোগিতা পেয়েছে।
কোম্পানি বলছে, বছরে প্রায় ১০০ কোটি ডোজ পর্যন্ত টিকা যাতে দেয়া যায় তারা সেই পরিকল্পনা করছে।
বিভিন্ন দেশের কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠানগুলো করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিষেধক টিকা প্রস্তুত করার প্রতিযোগিতায় নেমেছে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নেত্রীস্থানীয় ওষুধ কোম্পানি এসট্রাযেনেকার সাথে মিলে অপর একটি পরীক্ষামূলক টিকা প্রস্তুত করার চেষ্টা করছে। এছাড়া চীনেও টিকা প্রস্তুতের কাজ চলছে। এই দুটি ক্ষেত্রেই বর্তমানে ফেজ থ্রি ক্লিনিকাল ট্রায়াল চালানো হচ্ছে।