পূর্ব ও পশ্চিম জাপানে প্রবল বর্ষণের সম্ভাবনা

আবহাওয়া কর্মকর্তারা বলছেন, জাপানের উপরে থাকা একটি দীর্ঘায়িত মৌসুমী বৃষ্টিবলয় স্থানীয় বজ্রমেঘের সৃষ্টি করছে যা পশ্চিম ও পূর্ব জাপানের উপর রবিবার পর্যন্ত প্রবল বর্ষণ ঘটাবে। তারা সতর্ক করে দিয়েছেন যে এই ভারী বর্ষণের ফলে ভূমিধ্বস এবং নদীর পানি উপচে পড়তে পারে।

আবহাওয়া এজেন্সি বলছে, অস্থিতিশীল বায়ুমণ্ডলীয় পরিস্থিতির কারণে কানসাই, তোকাই এবং কান্তো-কোশিন অঞ্চলের উপর শনিবার বৃষ্টিমেঘের সৃষ্টি হয়েছে।

আবহাওয়া কর্মকর্তারা পশ্চিম ও পূর্ব জাপান জুড়ে রবিবার পর্যন্ত প্রতি ঘন্টায় ৫০ মিলিমিটার বা তার চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাষ দিয়েছেন। সোমবার সকাল পর্যন্ত আরও বেশি বর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বাভাষকারীরা ভূমিধ্বস, নদীর পানি উপচে পড়া, নীচু জমি বন্যায় প্লাবিত হওয়ার পাশাপাশি বজ্রপাত ও ঝড়ো হাওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। তারা বলছেন, কিছু কিছু স্থানের মাটি দীর্ঘায়িত মৌসুমী বৃষ্টি বলয়ের কারণে সৃষ্ট বর্ষণে সিক্ত থাকায় এমনকি আরও স্বল্প পরিমাণের বৃষ্টি দুর্যোগ ঘটাতে পারে।