মানুষ আর পুরনো জীবনে ফিরতে পারবে না: ডব্লিউএইচও

করোনা ভাইরাস বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনকে ব্যাহত করেছে। পাল্টে দিয়েছে জীবনযাপন পদ্ধতি। কিন্তু মানুষ চাইলেও আর তাদের পুরনো অভ্যাসে ফিরতে পারবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমনটি জানিয়েছে।

ডব্লিউএইচও মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, ‘মানুষ তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাইছে, কিন্তু আমরা আর পুরনো অভ্যাসে ফিরে যেতে পারবো না।’

তিনি বলেন, ‘মহামারিটি ইতোমধ্যে আমাদের জীবনযাপনের পদ্ধতি পরিবর্তন করে দিয়েছে। নতুনভাবে আমাদের নিরাপদে বাঁচার উপায় খুঁজে বের করতে হচ্ছে। আমরা যদি নিরাপদে থাকতে চাই তাহলে নতুন অবস্থার সঙ্গে আমাদের খাপ খাওয়াতে হবে।’

সম্প্রতি লোকেরা রেস্টুরেন্ট, বার ও নাইটক্লাবগুলোতে যাচ্ছে। যেখানে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকে।

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, ‘আমাদের এটা অবশ্যই মনে রাখা উচিত, বেশিরভাগ মানুষ এখনও ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। আপনি যেখানে বাস করছেন সেখানে সংক্রমণ কম মানে আপনি কিন্তু নিরাপদ নন। তাই আপনাকে সাবধানে থাকতে হবে।’ খবর: ইউএন নিউজ