স্বামীরা বাড়িতে বসে কাজ করলে গৃহিণীরা চাপে থাকেন: জরিপের ফলাফল

অনলাইন এক জরিপে দেখা যাচ্ছে যে, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মাঝে বাড়িতে বসে স্বামীদের কাজ করা অব্যাহত থাকুক তা জাপানের ৪ জনে ১ জন পূর্ণকালীন গৃহিণীরা চাইছেন না।

মেইজি ইয়াসুদা গবেষণা ইনস্টিটিউট জুন মাসে ৬ বছর বা তার থেকে ছোট ১ বা ততোধিক সন্তান থাকা ১ হাজার ১০০ জন পুরুষ ও নারীর মধ্যে এক জরিপ চালায়।

কাজের পরিবেশের কথা জিজ্ঞাসা করা হলে বাড়িতে বসে কাজ করা ৮৯ শতাংশ উত্তরদাতা বলেন, তারা বাড়িতে বসে কাজ করা অব্যাহত রাখতে চান।

তবে, পূর্ণকালীন গৃহিণীদের ২৫ শতাংশ যাদের স্বামীরা বাড়িতে বসে কাজ করছেন তারা বলেন, তারা চান না টেলিওয়ার্ক বা বাড়িতে বসে কাজ করা অব্যাহত থাকুক।

কারণ হিসেবে সর্বোচ্চ অনুপাত বা ৩৭ শতাংশ জানান, স্বামীদের বাড়িতে থাকার ফলে পারিবারিক বিরোধের সৃষ্টি হচ্ছে এবং তাদের সন্তানদের উপর এর নেতিবাচক প্রভাব পড়ছে।

বৈশ্বিক মহামারী চলাকালীন সন্তানদের দেখাশুনা করার বিষয়টিতে পরিবর্তন আসা প্রসঙ্গে ৭০ শতাংশ পুরুষ এবং ৫০ শতাংশ নারী ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা বলেন, তারা তাদের সন্তানদের দেখাশুনা আরও সক্রিয়ভাবে করা শুরু করেছেন এবং তারা তাদের সন্তানদের আরও কাছে চলে এসেছেন।

তবে ৪০ শতাংশ নারী উত্তরদাতা বলেন, সন্তানের প্রতিপালন নিয়ে তারা আরও বেশি করে চাপ অনুভব করছেন।

গবেষণা ইনস্টিটিউটটি জানায়, বাড়িতে বসে কাজ করার ফলাফল হিসেবে সন্তান প্রতিপালনের উপর ইতিবাচক প্রভাব দেখতে পাওয়া পুরুষ এবং স্বামীদের নিয়ে হতাশায় ভোগা নারীদের মধ্যে মতপার্থক্য বিরাজ করছে।