জাপানে ভারী বৃষ্টিপাতে মৃতের সংখ্যা ৭২ ছুঁয়েছে

জাপানে ভারী বৃষ্টিপাতে ৭২ ব্যক্তির মৃত্যু ঘটেছে যার মধ্যে ৬৪টি মৃত্যুর খবর পাওয়া গেছে কুমামোতো জেলায়। আর সোমবার দুপুর পর্যন্ত দেশ জুড়ে আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন।

করোনাভাইরাসের হুমকির কারণে অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকার অনেক অধিবাসীদের নিজেদেরই তাদের সবকিছু পরিষ্কার করতে হচ্ছে। এক্ষেত্রে, শুধুমাত্র স্বল্পসংখ্যক স্থানীয় স্বেচ্ছাসেবীর দেখা মিলছে এবং সংক্রমণের ভীতি থেকে বাইরের কাউকেও ঐসব এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত লোকজনকে কর্তৃপক্ষ আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করে দিচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার ভূমিতে পানি জমে থাকায় এবং নদীর তীর সমূহ ক্ষতিগ্রস্ত হওয়ায় এমনকি সামান্য পরিমাণ বৃষ্টিও বিপর্যয়ের সৃষ্টি করতে পারে।
আবহাওয়ার পূর্বাভাষ দেয়া কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার পর্যন্ত আরও বৃষ্টি হতে পারে।