জাপানের কিছু অংশে ভারী বর্ষণ অব্যাহত আছে

মৌসুমি একটি বৃষ্টিপাত বলয় পশ্চিম ও পূর্ব জাপানের অংশ বিশেষের উপর হুমকি হয়ে ঝুলে থাকা অবস্থায় জাপানের কিছু অংশে প্রচণ্ড বর্ষণ অব্যাহত আছে।

জাপানের আবহাওয়া এজেন্সি কাদার ধ্বস নামার সম্ভাবনা ও বন্যা দেখা দেয়া নিয়ে এলাকাবাসীদের সতর্ক করে দিচ্ছে।

পশ্চিম থেকে পূর্ব জাপান বরাবর বিস্তৃত এলাকা জুড়ে শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণ ও বজ্রপাত আঘাত হানা প্রত্যাশা করা হচ্ছে। কিছু কিছু এলাকায় স্থানীয় বর্ষণ ঘণ্টায় ৫০ মিলিমিটারের বেশি পরিমাণ বৃষ্টিপাত নিয়ে আসতে পারে।

ভারী বৃষ্টিপাত অন্তত পক্ষে রবিবার পর্যন্ত বজায় থাকবে। কর্মকর্তারা কাদার ধ্বস নামা ও নদীর পানি উপচে পড়া ছাড়াও বজ্রপাত আঘাত হানা এবং টর্নেডো সহ দমকা হাওয়া নিয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে।

কিউশু’র অংশ বিশেষ এবং গিফু ও নাগানো জেলার মত ইতিমধ্যে মুষলধারার বর্ষণে বিধ্বস্ত এলাকাগুলোতে আরও ক্ষয়ক্ষতির খুবই উচ্চ মাত্রার ঝুঁকি বজায় আছে। আবহাওয়া কর্মকর্তারা অন্ধকার হয়ে আসার পূর্বে আগে থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া এবং নিরাপত্তা পদক্ষেপ নিয়ে রাখার অনুরোধ জনগণের প্রতি জানাচ্ছেন।