গিফু, নাগানো জেলায় অব্যাহত সতর্কতার আহ্বান
কিউশু দ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চল প্লাবিত করা ভারী বর্ষণ এখন জাপানের মধ্য ও পূর্বাঞ্চলে বিস্তৃত হয়েছে। আবহাওয়া এজেন্সি গিফু ও নাগানো জেলার জন্য জারি করা প্রচণ্ড বর্ষণের জরুরি সতর্কতা সাধারণ সতর্কতার পর্যায়ে নামিয়ে আনলেও স্থানীয় নদীর পানি বৃদ্ধি পেতে থাকায় এলাকাবাসীদের পরিস্থিতির উপর অব্যাহত নজর রাখতে বলছে।
সেইসব অঞ্চলকে এরকম বৃষ্টিপাতের মুখোমুখি হতে হচ্ছে যা গত কয়েক দশকে দেখা যায়নি। কর্মকর্তারা বলছেন বৃষ্টিপাতের পরিমাণ সেখানে ইতিমধ্যে জুলাই মাসের গড়কে ছাড়িয়ে গেছে।
গিফু জেলায় হিদা নদীর পানি উপচে পড়ে গেরো শহরকে প্লাবিত করলে স্থানীয় এলাকাগুলো নিমজ্জিত হয়ে যায়। বৃষ্টিপাত একই সাথে ভূমিধ্বস শুরু করে দিলে গাছপালা তা ভাসিয়ে নেয় এবং বাড়িঘর মাটিচাপা দেয়। তাকাইয়ামা শহরের অধিবাসীরা বলছেন কাছাকাছি জায়গার একটি ঢাল থেকে আসা কাদা তাদের ঘরের ভেতরে ঢুকে গেছে।
সারা জেলা জুড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ ও পরামর্শ কার্যকর রয়েছে।
সারা দেশ জুড়ে নদীর পানি বৃদ্ধি পেতে থাকা অবস্থায় প্রতিবেশী নাগানো জেলাতেও নদী উপচে পড়ছে।
শিমোজো গ্রামে অধিবাসীদের বাড়িঘর তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কিসো শহরের কর্মকর্তারা বলছেন সড়ক পথ কাদায় ডুবে যাওয়ার বেশ কিছু খবর তারা পেয়েছেন।
জেলার বেশ কয়েকটি পৌর এলাকার অধিবাসীদেরও নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।