জাপানে পারিবারিক ব্যয়ে রেকর্ড সর্বোচ্চ হ্রাস
জাপানে পারিবারিক ব্যয় মে মাসে রেকর্ড সর্বোচ্চ পরিমাণে কমে গেছে, কেননা করোনাভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহতভাবে ভোক্তাদের বাড়িতে থাকতে বাধ্য করেছে।
অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানাচ্ছে, গড়ে দুই বা ততোধিক সদস্য থাকা পরিবারগুলোর ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ২ লক্ষ ৫২ হাজার ইয়েন বা প্রায় ২ হাজার ৩৫০ মার্কিন ডলারের একটু উপরে।
এক বছর আগের থেকে এই ব্যয় কমে যায় ১৬.২ শতাংশ। এটি হচ্ছে পর পর দ্বিতীয় মাস যেখানে দুই অংকের সংখ্যার হ্রাস পরিলক্ষিত হল এবং ২০০১ সালে তুলনামূলক পরিসংখ্যান রাখা শুরু করার পর থেকে সবচেয়ে বেশি হ্রাস।
পারিবারিক ব্যয়ের প্রবৃদ্ধি এমনকি কোভিড-১৯’এর আগেও ঋণাত্মক হয়েছে। এই প্রবণতা শুরু হয় অক্টোবরে যখন ভোগ্যপণ্য কর বাড়ানো হয়েছিল। মে মাস হচ্ছে পর পর ৮ মাস এ ধরনের পতন পরিলক্ষিত হওয়া মাস।
ভোক্তারা এখন বিনোদনের দিকে তেমন নজর দিচ্ছেন না, বিশেষ করে হোটেলে থাকা এবং ভ্রমণের পাশাপাশি চলচ্চিত্র-থিয়েটারে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি পতন পরিলক্ষিত হয়।
কিছু কিছু শিল্পে প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়। লোকজন দীর্ঘসময় ধরে বাড়িতে থাকাকালীন নিজেদের বিনোদনের জন্য ভিডিও-গেমসের উপর বেশি ব্যয় করেন।
মুদিখানার সামগ্রীর ক্রয়ও বাড়ে, কেননা ভোক্তারা রেস্তোরাঁ থেকে দূরে ছিলেন।