জরুরি অবস্থা ঘোষণার কোন প্রয়োজন নেইঃ জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে থাকলেও পুনরায় জরুরি অবস্থা ঘোষণার কোন প্রয়োজন নেই।

আবে গতকাল দেশের করোনাভাইরাস সংক্রমণ সামাল দেয়ার দায়িত্বপ্রাপ্ত অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি এবং স্বাস্থ্য মন্ত্রী কাতো কাতসুনোবুর সঙ্গে প্রায় ৩০ মিনিট কথা বলেন।

এই বৈঠকে টানা তিন দিন ধরে টোকিও’তে ঘটা শতাধিক নিশ্চিত সংক্রমণ’সহ সারা দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আবে’কে অবহিত করা হয়।

কর্মকর্তারা বলেন যে নতুন সংক্রমিত ব্যক্তিদের অনেকেই অপেক্ষাকৃত তরুণ।

তারা এই বিষয়ে সম্মত হন যে আপাতত আরেকটি জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন না থাকলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা দরকার।