যুক্তরাষ্ট্রে ভিসা সংক্রান্ত নতুন নিয়মের নেতিবাচক প্রভাব ৩শো’র বেশি জাপানি কোম্পানির ওপর

এক সমীক্ষায় জানা গেছে, যুক্তরাষ্ট্র চলতি বছরের শেষ অব্দি কিছু কিছু কর্ম ভিসা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার ফলে, এর ক্ষতিকর প্রভাব পড়ছে ৩শোরও বেশি জাপানি কোম্পনির ওপর।

জাপান বৈদেশিক বাণিজ্য সংস্থা বা জেটরো ২৬শে জুন থেকে ১লা জুলাই পর্যন্ত এই সমীক্ষাটি পরিচালনা করে।

২২শে জুন মার্কিন সরকার ঘোষণা করে যে করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাবের মধ্যে দেশের লোকজনের জন্য চাকরি সুরক্ষিত রাখতে কিছু কিছু খাতের বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য কর্ম ভিসা দেওয়া সাময়িক ভাবে বন্ধ রাখা হবে।

যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনা করে, এমন জাপানি কোম্পানির মধ্যে সমীক্ষাটি গ্রহণ করে জেট্রো এবং এদের মধ্যে ৯শো ৬১টি কোম্পানি প্রশ্নের উত্তর দেয়।

৩০৮টি কোম্পানি বা উত্তরদাতাদের মধ্যে শতকরা ৩০ ভাগের বেশি কোম্পানি জানায় যে তারা যুক্তরাষ্ট্রে তাদের কলকারখানা ও অফিসের জন্য কর্মী যোগাড় করতে সমস্যার মুখোমুখি হবে। সমীক্ষায় জানা যায়, ভিসা নিয়ে সমস্যার সম্মুখীন হবেন মোট ১ হাজার ৪শো ৬ জন কর্মী।

উত্তরদাতা কোম্পানির মধ্যে ৩৫ শতাংশের ওপর কোম্পানি জানায়, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ১৩ শতাংশ কোম্পানি জানায় যে তাদের ওপর এর প্রভাব হবে গুরুতর।

উত্তরদাতা কিছু কোম্পানি বলে, যুক্তরাষ্ট্রের ভিসা সম্পর্কিত নতুন নিয়মের ফলে তাদের কর্মী সংক্রান্ত পরিকল্পনা ব্যাহত হচ্ছে এবং তাদের হয়তো যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কর্মকাণ্ড কমিয়ে ফেলতে হবে।