জাপানে কোভিড-১৯ টীকার মানবদেহে পরীক্ষা শুরু হল

জাপানের একটি জৈব ওষুধপ্রস্তুতকারক স্টার্টআপ কোম্পানি জানিয়েছে যে করোনাভাইরাস প্রতিষেধক টীকা প্রস্তুতের লক্ষ্যে তারা দেশে প্রথমবারের মত মানবদেহে পরীক্ষা চালানো শুরু করেছে।

ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রতিষ্ঠিত কোম্পানি আনগেস, মঙ্গলবার এই ঘোষণা দেয়।

ওসাকা সিটি ইউনিভার্সিটি হাসপাতালে ৩০ জন স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্কদের শরীরে এই ডিএনএ টীকা পরীক্ষা করে দেখা হবে।

ভাইরাসের বর্হিভাগে পাওয়া যাওয়া স্পাইক প্রোটিনের ডিএনএ রয়েছে এই প্রতিষেধক টীকায়। ইঞ্জেকশনের মাধ্যমে এই টীকা মানবদেহে প্রবেশ করানোর পর, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রমণ রোধে সাহায্যকারী এন্টিবডি তৈরি করতে সক্ষম হবে বলে কোম্পানির ধারণা।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের শরীরে জীবাণু প্রতিরোধক এন্টিবডি দেখা দেয় কিনা তা নির্ধারণের জন্য দুই সপ্তাহ ব্যবধানে দুটি ইঞ্জেকশন তাদেরকে দেয়া হবে।

পনেরো জনের শরীরে ওষুধের মাত্রা বেশি রাখা হবে এবং বাকীদের ক্ষেত্রে এই মাত্রা কম পরিমাণে রাখা হবে যাতে করে ফলাফলের পার্থক্য তুলনা করে দেখা যায়।

মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য কয়েকটি দেশে করোনাভাইরাসের প্রতিষেধক টীকা উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যেই মানবদেহে পরীক্ষা শুরু হয়ে গেছে।

এই বছরের শেষ নাগাদ মানবদেহে ওষুধ পরীক্ষা করে দেখার পরবর্তী পর্যায়ে উন্নীত হওয়ার লক্ষ্য নিয়ে কোম্পানি এগোচ্ছে।