টোকিওতে স্টারবাক্সের ইশারা-ভাষার দোকান চালু
মূলত শ্রবণ প্রতিবন্ধী কর্মী নিয়ে টোকিওতে একটি শাখা খুলেছে স্টারবাক্স। ইশারা ভাষা, কলম বা শব্দকে অক্ষরে রূপান্তরিত করার একটি এপ্লিকেশন থাকা ট্যাবলেট ব্যবহার করে ক্রেতারা ক্রয়াদেশ দিচ্ছেন।
বৈশ্বিক এই কফি চেইন শপের জাপানি শাখা আজ কুনিতাচি শহরে এই দোকানের উদ্বোধন করে। এর ২৫ জন কর্মীর মধ্যে ১৯ জনই শ্রবণ প্রতিবন্ধী।
ইশারা ভাষা শেখানোর জন্য দোকানটির দেয়ালে পোস্টার লাগানো আছে।
স্টারবাক্স অবশ্য ইতিমধ্যেই অন্যান্য দেশে এরকম দোকান পরিচালনা করে থাকে। জাপানের শ্রবণ প্রতিবন্ধী কর্মীরা সাম্প্রতিক এই দোকানের প্রস্তাব করেন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দোকানটি ক্রেতাদের প্রবেশ টিকিট নেয়া বাধ্যতামূলক করেছে। এটি আপাতত শুধুমাত্র টেইক আউট বা দোকান থেকে বাইরে নেয়ার ক্রয়াদেশ গ্রহণ করছে।
স্টারবাক্স কফি জাপান বলছে, কোম্পানিটি প্রত্যাশা করে যে এই কর্মীরা শ্রবণ প্রতিবন্ধী শিশুদের উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে সাহসের সঞ্চার করবেন।