বিলম্বিত আসিয়ান শীর্ষ বৈঠক ভিডিও সম্মেলনের মাধ্যমে শুরু

দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা আসিয়ান’এর ১০টি সদস্য দেশের নেতারা ভিডিও সম্মেলনের মাধ্যমে একটি শীর্ষ বৈঠক শুরু করেছে্ন।
করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে দু’মাসেরও বেশি বৈঠকটি স্থগিত ছিল।

নেতারা আসিয়ান অর্থনীতির উপর এই মহামারীর মারাত্মক প্রভাব নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

অন্য একটি আলোচ্য বিষয় সম্ভবত দক্ষিণ চীন সাগর যেখানে বেইজিং এবং কয়েকটি আসিয়ান সদস্য দেশ ভূখণ্ডগত দাবী নিয়ে বিবাদে জড়িত রয়েছে।

দক্ষিণ চীন সাগরে সামরিকীকরণ এবং অন্যান্য কর্মকাণ্ড এগিয়ে নেয়ার উপর জোর দিচ্ছে চীন, অন্যদিকে অন্যান্য দেশগুলো করোনাভাইরাস সামাল দিতে ব্যস্ত রয়েছে।

বেইজিং এপ্রিলে জানায়, এই অঞ্চলে তারা দু’টি নতুন প্রশাসনিক এলাকা স্থাপন করেছে। মার্কিন একটি গবেষণা প্রতিষ্ঠান, কৌশলগত ও আন্তর্জাতিক সমীক্ষা কেন্দ্র জানাচ্ছে চীনা একটি জাহাজ এপ্রিল মাসের শেষ নাগাদ মালয়েশিয়া’র একান্ত অর্থনৈতিক এলাকায় জরিপ চালানো শুরু করে।

এই শীর্ষ বৈঠকের চেয়ারম্যান, ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরের বিভিন্ন এলাকা নিয়ে বেইজিং’এর সাথে ভূখণ্ডগত বিরোধে জড়িত থাকা বিভিন্ন পক্ষের মধ্যে একটি। তারা এই শীর্ষ বৈঠকের মাধ্যমে চীনকে নিবৃত্ত রাখার আশা করছে।

কম্বোডিয়া সহ কিছু কিছু আসিয়ান দেশ চীনের সাথে সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে। ভূখণ্ডগত সমস্যা নিয়ে আসিয়ান নেতারা একটি শক্তিশালী অবস্থান গ্রহণে রাজি হতে সক্ষম হবেন কিনা সেদিকে এখন সবার নজর কেন্দ্রীভূত রয়েছে।