উপাত্ত মতে টোকিও থেকে দূরপাল্লার ভ্রমণ বৃদ্ধি পেয়েছে

মোবাইল ফোনের উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে, গত সপ্তাহে এক জেলা থেকে অন্য জেলায় ভ্রমণের উপরের নিষেধাজ্ঞা শিথিল করার পরের প্রথম সপ্তাহান্তে টোকিও থেকে দূরপাল্লার ভ্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

মোবাইল ক্যারিয়ার এনটিটি দোকোমো’র গণনা করা নাম প্রকাশে অনিচ্ছুক নেটওয়ার্কের উপাত্ত এনএইচকে বিশ্লেষণ করে। এতে দেখা যাচ্ছে যে, মে মাসের শেষ সপ্তাহান্তের তুলনায় অন্যান্য সমস্ত জেলায় গত শনিবার ও রবিবার টোকিও থেকে আসা লোকজনের সংখ্যা বেড়েছে।

টোকিও থেকে ইয়ামাগাতা’য় আসা ভ্রমণকারীদের সংখ্যা ১৪৮ শতাংশ বেড়েছে। ওকিনাওয়া’র জন্য এই সংখ্যা বেড়েছে ১৪৭ শতাংশ, কাগাওয়া’তে বেড়েছে ৯৪ শতাংশ, ওয়াকাইয়ামা’য় বেড়েছে ৯২ শতাংশ, নিইগাতা ও তোকুশিমা’য় বেড়েছে ৯১ শতাংশ এবং নাগানো’তে বেড়েছে ৯০ শতাংশ।

ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাসাকি কুনিয়াকি বলছেন, এই উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে, টোকিও থেকে বেশি করে লোকজন দক্ষিণের দ্বীপজেলা ওকিনাওয়া’র মত দূরের গন্তব্যে ভ্রমণ করছেন। তিনি এও বলছেন, এর থেকে এ আভাস পাওয়া যাচ্ছে যে, পর্যটন এবং গ্রামের বাড়ি পরিদর্শন ধীরে ধীরে পূর্বাবস্থায় ফিরে যাচ্ছে।