করোনার মহামারিতে মানসিক সমস্যায় পড়ছে শিশুরা
প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় প্রতিদিন লাখো মানুষ আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। এর মধ্যে মানসিক ঝুঁকিতে পড়ছেন শিশুরা। করোনায় আক্রান্ত হওয়ার মতো প্রতিদিনই গুরুতর মানসিক সমস্যায় পড়ছেন কোমলমতী শিশুরা।
ব্রিটেনের একটি দাতব্য সংস্থা এ বিষয়ে সতর্কতা জানিয়ে বলেছেন, করোনা ভাইরাস মহামারির কারণে শিশুদের মধ্যে গুরুতর মানসিক সমস্যা তৈরি হচ্ছে।
চাইল্ডহুড ট্রাস্ট নামক ওই সংস্থাটি তাদের রিপোর্টে জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবে অত্যন্ত নাজুক অবস্থায় পড়েছে বিশ্বের লাখ লাখ শিশু।
সংস্থাটির গবেষণায় বলা হয়েছে, প্রতিদিনই শিশুরা নতুন মানসিক চাপে পড়ছে। বিশেষ করে তাদের প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে তাদের মধ্যে উদ্বেগও দেখা দিচ্ছে। বিশ্বের বহু শিশু সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ক্ষুধায় ভুগছে।
এদিকে, ইন্টারনেট ব্যবহারের সুযোগ না থাকার কারণে অনেক শিশু সমাজের অন্যান্য শিশুদের তুলনায় পিছিয়ে পড়ছে। বিবিসি।