ওকিনাওয়ায় সেনকাকু দ্বীপপুঞ্জ অন্তর্ভুক্ত থাকা এলাকার নাম পরিবর্তন
দক্ষিণ জাপানের ওকিনাওয়া জেলায় অবস্থিত ইশিগাকি শহরের আইন পরিষদ “সেনকাকু” নামটি যোগ করার জন্য সেনকাকু দ্বীপপুঞ্জ অন্তর্ভুক্ত থাকা একটি প্রশাসনিক এলাকার নাম পরিবর্তনে একটি বিল পাশ করেছে।
জাপান ঐ দ্বীপপুঞ্জ নিয়ন্ত্রণ করে থাকে। জাপান সরকার এই দাবি বজায় রেখে চলেছে যে দ্বীপসমূহ জাপানের নিজস্ব ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। চীন ও তাইওয়ানও সেগুলো নিজেদের বলে দাবি করে থাকে।
এই দ্বীপপুঞ্জ ইশিগাকি জেলার প্রশাসনিক এলাকার আওতাভুক্ত।
সোমবার সংখ্যাগরিষ্ঠের ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়। বর্তমানে, ঐ দ্বীপসমূহের প্রশাসনিক নাম “তোনোশিরো”।
আগামী অক্টোবর মাসের প্রথম দিন থেকে এটি “তোনোশিরো সেনকাকু”তে পরিবর্তিত হবে।
বিলটিতে এটি ব্যাখ্যা করা হয়েছে যে ইশিগাকি শহরের আরেকটি স্থানও “তোনোশিরো” নামটি ব্যবহার করায় প্রশাসনিক কাজের ভুল এড়াতে এই পরিবর্তন করা হয়েছে।
উল্লেখ্য, এই পদক্ষেপ এমন সময় নেয়া হল যখন চীনা উপকূল রক্ষী বাহিনীর জাহাজসমূহ বারংবার ঐ দ্বীপপুঞ্জের অদূরে জাপানের নিজস্ব জলসীমায় অনুপ্রবেশ করে চলেছে।
এপ্রিল মাসের ১৪ তারিখ থেকে পরপর ৭০ দিন জাপানের নিজস্ব জলসীমার লাগোয়া অঞ্চল দিয়ে চীনা জাহাজ চলাচল করে আসছে।
এদিকে, তাইওয়ানের কিছু ব্যক্তিও ইশিগাকি আইন পরিষদের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে।