জাপান এবং ভিয়েতনাম ব্যবসায়িক ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করবে
জাপানের পররাষ্ট্র মন্ত্রী মোতেগি তোশিমিৎসু বলেছেন যে, জাপান এবং ভিয়েতনাম নির্দিষ্ট কিছু শর্তের অধীনে পর্যায়ক্রমে দু’দেশের মধ্যেকার ব্যবসায়িক ভ্রমণ আবার শুরু করার জন্য অনুমতি দিতে রাজি হয়েছে।
শুক্রবারে মন্ত্রিপরিষদের এক বৈঠকের পরে মোতেগি এই পদক্ষেপের কথা ঘোষণা করেন। করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মাঝে সরকার দেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করার পরে এটিই হচ্ছে প্রথম এ ধরনের পদক্ষেপ।
যেসব দেশে এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে বলে ধারণা করা হচ্ছে সেইসব দেশের ব্যবসায়িদের জাপানে প্রবেশের জন্য বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত সরকার বৃহস্পতিবার নেয়। ভ্রমণকারীদের জন্য দেশে প্রবেশের আগে এবং প্রবেশের মুহূর্তে পিসিআর পরীক্ষা অপরিহার্য করা হয়। তাদের পিসিআর পরীক্ষার ফলাফল অবশ্যই নেগেটিভ হতে হবে এবং তাদেরকে আরও কিছু শর্ত পূরণ করতে হবে।
জাপান ভিয়েতনামকে একটি কৌশলগত কূটনৈতিক অংশীদার হিসেবে মনে করে যেখানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে।