জাপান করোনাভাইরাস সংস্পর্শে আসা শনাক্তকরণ অ্যাপ চালু করছে
জাপান সরকার একটি স্মার্টফোন অ্যাপ চালু করেছে যেটি করোনাভাইরাসে নিশ্চিতভাবে আক্রান্ত ব্যক্তিদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে।
এই অ্যাপটি শুক্রবার থেকে অ্যাপ বিতরণ প্লাটফর্মে ফ্রি সফটওয়্যার হিসেবে প্রকাশিত হয়।
এই অ্যাপ ব্যবহারকারীদের সংস্পর্শে আসার উপাত্ত মজুদ করে রাখবে যখন তারা একে অন্যের এক নির্দিষ্ট দূরত্বের মধ্যে আসবেন।
যদি ব্যবহারকারীরা এই ভাইরাসের পরীক্ষায় আক্রান্ত বলে নিশ্চিত হন, তাহলে অন্যান্য ব্যবহারকারীরা যারা তাদের থেকে ১ মিটারের মধ্যে ন্যূনতম ১৫ মিনিট অবস্থান করেছেন তাদেরকে অবহিত করবে।
এই অ্যাপ উপাত্ত রেকর্ড করার ১৪ দিন পরে সংস্পর্শে আসার উপাত্ত মুছে ফেলবে। এছাড়াও এই অ্যাপটি ব্যবহারকারীকে শনাক্ত করতে পারে এমন কোন ফোন নাম্বার, স্থানের উপাত্ত বা অন্য তথ্য সংগ্রহ করবে না।
সরকার জানাচ্ছে, এই অ্যাপটি বিদেশে চালু থাকা একই ধরনের সফটওয়্যারের থেকে ব্যবহারকারীদের গোপনীয়তা আরও ভালভাবে রক্ষা করতে পারবে।
সরকার এই অ্যাপটির ব্যাপক ব্যবহারের বিষয়টি উৎসাহিত করার পরিকল্পনা করছে। সরকার জানাচ্ছে, এই অ্যাপ’এর যখন অনেক ব্যবহারকারী হবে তখন তা করোনাভাইরাসের দ্রুত পরীক্ষা করা এবং বিস্তার রোধে সহায়তা করবে।