মে মাসে জাপানে বাণিজ্যের পরিমাণে তীব্র হ্রাস

করোনাভাইরাস মহামারীর কারণে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর হয়ে পড়া অব্যাহত থাকায় মে মাসে জাপানের রপ্তানির পরিমাণ হ্রাস পেয়েছে।

বুধবার অর্থ মন্ত্রণালয় প্রকাশিত উপাত্তে দেখা গেছে যে মে মাসে জাপানে রপ্তানির পরিমাণ ছিল প্রায় তিন হাজার নয়শো দশ কোটি ডলার। রপ্তানি হ্রাসের পরিমাণ হল বছরওয়ারি হিসাবে ২৮ দশমিক ৩ শতাংশ যা হল ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে বৈশ্বিক আর্থিক সংকটের পর থেকে সর্বোচ্চ পতন।

যুক্তরাষ্ট্রে রপ্তানির পরিমাণ ৫০ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে। মোটরগাড়ি এবং তার যন্ত্রাংশ রপ্তানির পরিমাণ ৭০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।

ইউরোপীয় ইউনিয়নে হ্রাসের পরিমাণ হল ৩৩ দশমিক ৮ শতাংশ। সেখানেও মোটরগাড়ি এবং তার যন্ত্রাংশ রপ্তানিতে গুরুতর পরিমাণ হ্রাস লক্ষ্য করা যাচ্ছে। চীনে রপ্তানির পরিমাণ ১ দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়েছে।

মে মাসে জাপানে আমদানির পরিমাণ ছিল প্রায় চার হাজার ছয়শো নব্বই কোটি ডলার, যা হল গত বছরের তুলনায় ২৬ দশমিক ২ শতাংশ কম। ২০০৯ সালের অক্টোবর মাসের পর থেকে পতনের এই পরিমাণ হল সর্বোচ্চ।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে বিমান আমদানি কমে যাওয়ার ফলে এই সংখ্যা এতটা হ্রাস পেল।

অন্যদিকে চীন থেকে মুখের মাস্ক সহ সুতা এবং বস্ত্রের আমদানি চারগুণ বৃদ্ধি পেয়েছে।

এইসব কারণে মে মাসে বাণিজ্যিক ভারসাম্যে প্রায় সাতশো আশি কোটি ডলার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।