সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় নৈশকালীন বিনোদন এলাকার উপর মনোযোগ নিবদ্ধ করেছে টোকিও

টোকিও’র কর্তৃপক্ষ বলছে, রবিবার ৪৭ ব্যক্তির করোনাভাইরাসের পরীক্ষায় ইতিবাচক ফল এসেছে। ছয় সপ্তাহ পর এবারই প্রথম রাজধানীতে দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা ৪০ ছাড়িয়ে গেল।

অনুসন্ধানে দেখা গেছে, তাদের মধ্যে ৩২টি সংক্রমণই ছিল নৈশকালীন বিনোদন স্থাপনার সাথে সম্পর্কিত।

টোকিও’র গভর্নর কোইকে ইউরিকো রবিবার শিনজুকু ওয়ার্ডের প্রধান এবং সরকারের করোনাভাইরাস মোকাবিলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশির সঙ্গে বৈঠক করেন।

তারা এটি নিশ্চিত করেন যে নৈশকালীন বিনোদন এলাকাসমূহে সংক্রমণ রোধে তারা আরও ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

সংক্রমণ প্রতিরোধে নির্দেশিকা মানা হচ্ছে কিনা সেটির উপর গুরুত্ব দেয়া হবে। আর কর্মীদের পরীক্ষা করানোর জন্য তারা বার এবং নৈশক্লাবের প্রতি অনুরোধ জানাবেন।

গভর্নর কোইকে বলেন, তার সরকার আরও পদক্ষেপ নিয়ে আলোচনা করতে সোমবার একটি টাস্কফোর্স গঠন করবে। প্রাদুর্ভাব পর্যবেক্ষণের জন্য এতে নতুন সূচক অন্তর্ভুক্ত থাকতে পারে।

মন্ত্রী নিশিমুরা সাংবাদিকদের বলেন, হঠাৎ বৃদ্ধি পাওয়া এই সংক্রমণ বিধিনিষেধ শিথিলীকরণের পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার সরকারি পরিকল্পনার ক্ষেত্রে কোন পরিবর্তন ঘটাবে না। আগামী শুক্রবার এটি কার্যকরের সূচী নির্ধারিত রয়েছে।