পারস্পরিক ভ্রমণ বিধিনিষেধ শিথিল করবে জাপান ও ভিয়েতনাম

জাপান ও ভিয়েতনাম এখন সীমিত পর্যায়ে একে অপরের নাগরিকদের ভ্রমণ অনুমোদনের জন্য আলোচনার চূড়ান্ত পর্যায়ে আছে।

সরকার সমর্থিত একটি কর্মসূচির অধীনে কারিগরি প্রশিক্ষণার্থীর পাশাপাশি ব্যবসা সংশ্লিষ্ট লোকজনকে দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি থেকে দ্রুত হলে জুন মাসের শেষ নাগাদ জাপানে আসার অনুমোদন দেয়ার পরিকল্পনা করছে টোকিও।

ভিয়েতনামে করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এসেছে এবং জাপানের ব্যবসায়িক নেতৃত্ব উদীয়মান ঐ বাজারের সাথে দ্রুত ভ্রমণ পুনরায় শুরুর জন্য আহ্বান জানাচ্ছেন।

এক্ষেত্রে, সংক্রমিত নন এটি নিশ্চিত করার জন্য যাত্রার পূর্বে ভিয়েতনামি পর্যটকদের ভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার।

এছাড়া, জাপানে আসার পর আরেকটি পরীক্ষার পাশাপাশি তাদের ভ্রমণসূচি দাখিলের অনুরোধ জানানোরও সম্ভাবনা রয়েছে।

তবে, ঠিক কবে নাগাদ ভিয়েতনামের নাগরিকরা জাপান ভ্রমণ শুরু করবেন সেই সিদ্ধান্ত এখনও নেয়া না হলেও জাপানের ব্যবসায়ীরা দ্রুত হলে জুন মাসের শেষ নাগাদ ভিয়েতনাম ভ্রমণ শুরু করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এছাড়া, ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথেও এখন আলোচনা চালাচ্ছে জাপান।

থাইল্যান্ডের সাথে আলোচনা অগ্রসর হয়ে চললেও অন্য দু’টি দেশ প্রাথমিক পর্যায়ে জাপানি পর্যটকদের গ্রহণ করার ব্যাপারে সতর্ক রয়েছে।