বিদেশিদের জন্য টোকিওতে পরামর্শ প্রদানের কেন্দ্র

বিদেশিদের কর্ম সংক্রান্ত উপদেশ-পরামর্শ দেওয়ার জন্য জাপান সরকার টোকিওতে এমন একটি সহায়তা কেন্দ্র চালু করবে যেখানে এ সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে পরামর্শ পাওয়া যাবে।

অভিবাসন পরিষেবা এজেন্সি জানায়, শিনজুকু ওয়ার্ডের ইয়োৎসুইয়া নামক এক জায়গায় প্রবাসী বিদেশিদের সহায়তা দানের এই কেন্দ্রটি চালু হবে ৬ই জুলাই থেকে। তবে ২২শে জুন থেকে এই কেন্দ্র কিছু কিছু সেবা দিতে শুরু করবে।

অভিবাসন এজেন্সি এবং জাপানের আইন বিষয়ক সহায়তা কেন্দ্র সহ সরকারের অধীনস্থ আটটি সংস্থার দপ্তর থাকবে এই কেন্দ্রে।

এই কেন্দ্রে বিভিন্ন সার্ভিসের মধ্যে বিদেশিদের আইন বিষয়ক পরামর্শ প্রদান অন্তর্ভূক্ত থাকবে।

স্থানীয় সরকার ও কোম্পানিসমূহকে বিদেশি কর্মী ও বিদেশি শিক্ষার্থী গ্রহণে উৎসাহিত করার জন্য এদের বিভিন্ন তথ্য সরবরাহের কাজটিও করবে এই কেন্দ্র।

বিচারমন্ত্রী মোরি মাসাকো শুক্রবার সাংবাদিকদের বলেন, প্রবাসী বিদেশিদের সহায়তা প্রদান এবং জাপানে বিদেশিদের আরও ব্যাপক ও কার্যকর উপায়ে স্বাগত জানানোর ক্ষেত্রে এই কেন্দ্র একটি প্রধান ভূমিকা পালন করবে বলে তিনি আশা করছেন।