২২টি নতুন সংক্রমণ নিশ্চিত হওয়ার পর ভাইরাস সতর্কতা তুলে নিচ্ছে টোকিও

এনএইচকে জানতে পেরেছে যে বৃহস্পতিবার ২২টি নতুন সংক্রমণ চিহ্নিত হওয়ার পর টোকিও’র মেট্রোপলিটন সরকার করোনাভাইরাস সতর্কতা তুলে নেয়ার দিকে অগ্রসর হচ্ছে।

টোকিও’র কর্মকর্তারা এখন শুক্রবার থেকে ব্যবসা পরিচালনার উপর নিয়ন্ত্রণ আরও শিথিল করে নেয়ার পরিকল্পনা করছেন।

মেট্রোপলিটন সরকার সংক্রমণ বৃদ্ধির চিহ্ন দেখা যাওয়ার দৃষ্টান্ত তুলে ধরে চলতি মাসের ২ তারিখে “টোকিও সতর্কতা” জারি করেছিল।

তবে কর্মকর্তারা বলছেন সাম্প্রতিক সময়ে পরিস্থিতির উন্নতি হচ্ছে। রাজধানীতে আজ ২২টি ঘটনা জানা যাওয়ার পর গত এক সপ্তাহে নিশ্চিত হওয়া নতুন সংক্রমণের গড় হিসাব ২০টির নিচে ছিল।

এর অর্থ হচ্ছে সতর্কতা তুলে নেয়ার তিনটি শর্তের সবকয়টি পূরণ হওয়া।

শুক্রবার সতর্কতা তুলে নেয়া এবং নিয়ন্ত্রণ শিথিল দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপে এগিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণের আগে কর্মকর্তারা বিশেষজ্ঞদের মতামত প্রত্যাশার পরিকল্পনা করছেন।