জাপানে চাকরি হারানো লোকজনের ৬০ শতাংশ হলেন অনিয়মিত কর্মীরা
জাপানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে যে করোনাভাইরাস মহামারীর কারণে সম্প্রতি চাকরি হারানো লোকজনের মধ্যে প্রায় ৬০ শতাংশ হলেন অনিয়মিত কর্মীরা।
মন্ত্রণালয় জানাচ্ছে যে গত শুক্রবারে শেষ হওয়া সপ্তাহটিতে ৪ হাজার ২১০ জন চাকরি হারান বা তাদের চুক্তির মেয়াদ শেষ করে দেয়া হয়। এটাও হতে পারে যে এই সংখ্যক লোকের চাকরি হারানোর বিষয়টি আগে থেকেই ধারণা করা হয়েছিল বলে মন্ত্রণালয় জানায়।
এদের মধ্যে ২ হাজার ৬০০ জন হলেন খণ্ডকালীন এবং অস্থায়ী কর্মী।
খাদ্য-সেবা শিল্পে চাকরি হারানো লোকজনের মধ্যে প্রায় ৮০ শতাংশ হলেন অনিয়মিত কর্মী এবং এদের সংখ্যা হল ১ হাজার ৩৬০ জন।
মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত অন্যান্য শিল্পগুলোর মধ্যে আবাসন, উৎপাদন, খুচরা বিক্রি এবং বিনোদন অর্ন্তভুক্ত।
করোনাভাইরাসের কারণে পরপর দুই সপ্তাহ ধরে চার হাজারের বেশি ব্যক্তি চাকরি হারালো। জানুয়ারি মাস থেকে শুরু করে মোট সংখ্যা প্রায় ২১ হাজারে গিয়ে উন্নীত হয়েছে।
মন্ত্রণালয় বলছে, চাকরি হারানো লোকজনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে খাদ্য-সেবা শিল্পে।
ছাঁটাই বন্ধ করতে সরকারী ভর্তুকির জন্য আবেদন জানাতে কোম্পানির মালিকদের প্রতি আহ্বান জানাচ্ছে মন্ত্রণালয়।