কোভিড-১৯ এর টিকা পরিকল্পনা উন্মোচন জাপানের

করোনাভাইরাস টিকার প্রায়োগিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় সময় কমিয়ে আনতে একটি পরিকল্পনা প্রণয়ন করেছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই পরিকল্পনায়, টিকার জন্য গবেষণা ও উন্নয়নের পাশাপাশি একই সময়ে এর উৎপাদনের প্রসারে পুরো প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে চাইছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়, চলতি অর্থবছরের প্রস্তাবিত দ্বিতীয় সম্পূরক বাজেটে এই টিকা উন্নয়নের সাথে সংশ্লিষ্ট ইন্সটিটিউটগুলোকে ৫০০০ কোটি ইয়েন বা ৪৫ কোটি ৫০ লক্ষ ডলার ভর্তুকি দেয়ার জন্য নির্ধারণ করেছে।

মন্ত্রণালয়, এছাড়া বেসরকারি কোম্পানিগুলোকে উৎপাদন স্থাপনায় বিনিয়োগে উৎসাহিত করার জন্য অতিরিক্ত বাজেটে প্রায় ১শ ৩০ কোটি ডলার বরাদ্দ রেখেছে।

একটি টিকার উন্নয়ন ও এর গণ উৎপাদনে সাধারণত কয়েক বছর লেগে যায়।

তবে, মন্ত্রণায়ের কর্মকর্তারা বলছেন যে তারা এই সময় যথেষ্ট কমিয়ে আনার প্রত্যাশা করছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্ষমতাসীন দলগুলোকে বলেছেন যে, তাঁরা আগামী বছরের প্রথমার্ধে জনগণকে করোনাভাইরাসের টিকা দেয়া শুরুর প্রত্যাশা করছেন।

সেই লক্ষ্যে কর্মকর্তারা উৎপাদন ব্যবস্থা নির্মাণের পাশাপাশি টিকার অনুমোদন পেতে সহায়তা করার পরিকল্পনা করছেন।