মুখের মাস্ক ব্যবহারের পরামর্শ ডব্লিউএইচও’র

ভাইরাসের বিস্তার ঘটা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন, এরকম এলাকাসমূহে মুখের মাস্ক ব্যবহারের পরামর্শ অন্তর্ভুক্ত করে নিজেদের কোভিড-১৯ নির্দেশিকা হালানাগাদ করে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।

উল্লেখ্য, ডব্লিউএইচও ইতিপূর্বে বলেছিল যে স্বাস্থ্যবান মানুষ মুখের মাস্ক ব্যবহার করে যে সংক্রমণ রোধ করতে পারবে, তার স্বপক্ষে কোন প্রমাণ নেই।

ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আদহানোম ঘেব্রেইসুস শুক্রবার জেনেভাতে সাংবাদিকদের বলেন যে উদ্ভূত প্রমাণের ভিত্তিতে এই হালানাগাদ করা হয়েছে।

তিনি বলেন, ডব্লিউএইচও এখন সরকারগুলোকে এমন পরামর্শ দিচ্ছে যে তারা যেন সাধারণ জনগণকে ব্যাপক সংক্রমণ এবং গণপরিবহন বা দোকানের মতে শারীরিক দূরত্ব বজায় রাখা কঠিন হওয়ার মত স্থানগুলোতে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করে।

তবে, তিনি শুধুমাত্র মাস্ক যে লোকজনকে ভাইরাস থেকে সুরক্ষা দিতে পারবে না, সেটিও উল্লেখ করেন এবং শারীরিক দূরত্বের পাশাপাশি হাতের পরিচ্ছন্নতার গুরুত্বের উপর জোর দেন।