কোভিড-১৯ টিকা প্রকল্পে ৩০ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি জাপানের
জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো করোনাভাইরাসের একটি টিকা উন্নয়নে এক আন্তর্জাতিক সংগঠনকে সাহায্য করার জন্য ৩০ কোটি মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
আবে বৃহস্পতিবার টিকা উন্নয়নের জোট, গ্যাভি আয়োজিত এক অনলাইন সম্মেলনের এক ভিডিও বার্তায় এই প্রতিশ্রুতি দেন। এই সংগঠনটি উন্নয়নশীল দেশগুলোর জনগণের রোগ-প্রতিরোধ শক্তি বাড়ানোয় সাহায্য করে থাকে।
আবে এও বলেন, মোট প্রদেয় অর্থের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গতমাসে জাপানের প্রতিশ্রুত ১০ কোটি ডলারের সাথে অতিরিক্ত আরও ২০ কোটি ডলার।
আবে বলেন, “মানবজাতির সমস্ত জ্ঞান সংগ্রহ করে টিকার উন্নয়ন অগ্রসরমান রয়েছে”। তিনি আরও বলেন, “টিকা হাতে আসার পর উন্নয়নশীল দেশগুলোতে দ্রুত এগুলো বিতরণের জন্য আমাদের সবদিক দিয়ে প্রস্তুত থাকার প্রয়োজন রয়েছে”।