মাস্কের কারণে হিটস্ট্রোক বেড়ে যাওয়ার ঝুঁকির ব্যাপারে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন
জাপানের বিশেষজ্ঞরা গ্রীষ্মে যখন হিটস্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে তখন সতর্কতার সাথে মুখের মাস্ক ব্যবহারের জন্য লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধের জন্য গৃহীত পদক্ষেপ “নতুন জীবনযাত্রা”র জন্য সরকারি সুপারিশের একাংশ হচ্ছে মাস্ক পরিধান করা।
সোমবার অ্যাকিউট মেডিসিন সংক্রান্ত জাপান সমিতি এবং অন্য ডাক্তারদের আরও ৩টি গ্রুপ লোকজন যখন মুখে মাস্ক পরে থাকবেন তখন কিভাবে হিটস্ট্রোক রোধ করতে হবে সে সম্বন্ধে বিভিন্ন প্রস্তাব রাখে।
বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক পরিধান করা লোকজনের শ্বাস-প্রশ্বাস এবং হৃদপিণ্ডের স্পন্দন বেড়ে যায়।
অন্যান্য লোকজনের থেকে দূরত্ব বজায় রাখার সময় মাঝে মাঝে মাস্ক খুলে রাখা এবং বিশ্রাম নেয়ার জন্য তারা লোকজনকে পরামর্শ দিচ্ছেন। পানীয় জল পান করার মাধ্যমে শরীরে জলীয় অংশ ঠিক রাখার জন্যও তারা সুপারিশ করছেন।
বিশেষজ্ঞরা একাকী বসবাস করা প্রবীণদের প্রতি নজর রাখা অব্যাহত রাখার প্রয়োজনের প্রতি জোর দেন, কেননা তারা ঘরের ভিতরে অবস্থান করাকালীন তাদের হিটস্ট্রোকের ঝুঁকি বেশি থাকে।