জাপানি একটি শহরের স্থাপনাগুলো পুনরায় বন্ধ

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিতাকিউশু’তে করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা পুনরায় বৃদ্ধি পাওয়ায় সেখানকার ১শর বেশি অভ্যন্তরীণ স্থাপনা বন্ধ করে দেয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি সমগ্র দেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের পর স্থাপনাগুলো পুনরায় খুলে দেয়া হয়েছিল।

নগর সরকারের কর্মকর্তারা, ৩১শে মে থেকে ১৮ই জুন পর্যন্ত জাদুঘর ও পাঠাগারসহ ১শ ১৯টি অভ্যন্তরীণ স্থাপনা বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান। এর আগে তাঁরা, কোকুরা প্রাসাদসহ ৪৩টি স্থাপনা সাময়িকভাবে বন্ধ করে দেয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার কোকুরা প্রাসাদ বন্ধ ছিল।

শহরটি, শনিবার পর্যন্ত টানা আটদিন ধরে নতুন সংক্রমণের ঘটনা প্রত্যক্ষ করেছে এবং এ সংখ্যা ছিল মোট ৮৫টি। সংক্রমিতদের মধ্যে ৩১টির ক্ষেত্রে সংক্রমণের পথ সম্পর্কে জানা যায়নি।

রবিবার যেসব স্থাপনা বন্ধ ছিল তার মধ্যে অন্যতম হল কিতাকিউশু নগর শিল্পকলা জাদুঘর। প্রায় দেড় মাস বন্ধ থাকার পর জাদুঘরটি গত মাত্র ১২ দিন আগে খুলে দেয়া হয়েছিল।

জাদুঘরের প্রবেশ পথে, বন্ধ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি লাগানো রয়েছে।

জাদুঘরের একজন কর্মকর্তা মিয়ামোতো মাসাহিকো, এটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন। তিনি, পুনরায় খোলার সময় পরিদর্শনকারীদের সোৎসাহে স্বাগত জানানোর জন্য জাদুঘরটি ভালভাবে প্রস্তুতি গ্রহণ করবে বলে জানান।

নগর সরকারের কর্মকর্তারা, নগরের স্থাপনাগুলো পুনরায় খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁরা পরিস্থিতির দিকে নজর রাখবেন বলে জানান।