নিষেধাজ্ঞা শিথিলের পথে টোকিও

টোকিও, বেশ কয়েক সপ্তাহ আগে করোনাভাইরাসে নতুন সংক্রমণের সংখ্যা শীর্ষে পৌঁছার পর হ্রাস পাওয়া আরম্ভ করায় সবকিছু পুনরায় খুলে দেয়ার মাঝ পথে রয়েছে। টোকিওর গভর্নর, চলতি সপ্তাহান্তের পর নিষেধাজ্ঞা শিথিলকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানান।

শুক্রবার গভর্নর কোইকে ইউরিকো, আগামী ১লা জুন থেকে আমরা ২য় ধাপে এগিয়ে চলেছি বলে উল্লেখ করেন।

এই পরিবর্তনের ফলে, নগরের ব্যায়ামাগার, প্রেক্ষাগৃহ এবং অগুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী বিক্রয়ের দোকানগুলো পুনরায় খোলা সম্ভবপর হবে। তবে রেস্তোরাঁ ও ক্যাফেগুলোর প্রতি, এখনও রাত ১০ টার পর খাদ্য ও পানীয় সরবরাহ বন্ধ রাখার আহ্বান জানানো হবে।