টোকিও টাওয়ারে দর্শনার্থীদের সিঁড়ি বেছে নেয়ার আহ্বান জানানো হবে

এনএইচকে জানতে পেরেছে যে বৃহস্পতিবার থেকে টোকিও টাওয়ার খুলে দেয়া হবে। তবে পর্যবেক্ষণ ডেকে পৌঁছাতে হলে বেশিরভাগ দর্শনার্থীদের লিফটের বদলে সিঁড়ি দিয়ে যেতে হবে। করোনাভাইরাসের বিস্তার রোধে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

জাপানের রাজধানীর বিশিষ্ট এক স্থান টোকিও টাওয়ার, এপ্রিল মাসের ৮ তারিখ থেকে বন্ধ রাখা হয়েছিল।

১৫০ মিটার উচ্চতায় অবস্থিত পর্যবেক্ষণ ডেকে পৌঁছানোর জন্য কর্মীরা দর্শনার্থীদের সিঁড়ি নিতে বলবেন। প্রায় ৬০০ টি সিঁড়ি পেরিয়ে তারা টাওয়ারের প্রায় অর্ধেক পর্যায়ে অবস্থিত পর্যবেক্ষণ ডেকে গিয়ে পৌঁছাবেন।

শুধুমাত্র বয়স্ক এবং প্রতিবন্ধী লোকজন লিফট ব্যবহার করতে পারবেন এবং এই সংখ্যা প্রতিবার পাঁচজনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।

সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে দর্শনার্থীদের। দুই মিটার ব্যবধান রেখে পর্যবেক্ষণ ডেকে দাঁড়ানোর স্থান নির্ধারণ করা থাকবে।

সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত টাওয়ারটি খোলা থাকবে। স্বাভাবিক সময়ের তুলনায় দুই ঘন্টা আগে এটি বন্ধ করা হচ্ছে।

একজন কর্মকর্তা বলেন, টোকিওর এক বিখ্যাত প্রতীক হিসাবে টাওয়ারটির অভিজ্ঞতা লাভ করার সময় যেন দর্শনার্থীরা নিরাপদ অনুভব করতে পারেন, পরিচালক কোম্পানি সেই আশা করছে।