ভাইরাসের বিরুদ্ধে জাপানের লড়াই একটি “সাফল্য”- ডব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র প্রধান করোনাভাইরাস নিয়ন্ত্রণে জাপানের প্রচেষ্টাকে একটি “সাফল্য” বলে প্রশংসা করেছেন।
সমগ্র জাপানের উপর থেকে জরুরি অবস্থা তুলে নেয়ার পর ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আদহানোম ঘেব্রেইসাস সোমবার জেনেভায় সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি বলেন, প্রাদুর্ভাব তুঙ্গে থাকাকালীন জাপানে দৈনিক ৭শ’রও বেশি নতুন সংক্রমণের ঘটনা ঘটলেও এখন সেটি দৈনিক প্রায় ৪০’এ নেমে এসেছে। তিনি আরও বলেন, দেশটিতে মোট মৃত্যুর সংখ্যাও কমের মধ্যে রাখা হয়েছে।
ডব্লিউএইচও’র জরুরি কর্মসূচির নির্বাহী পরিচালক মাইকেল রায়ান বলেছেন, বিশ্বজুড়ে দেশগুলো এখন সংক্রমণের প্রথম ঢেউয়ের মাঝখানে আছে।
রায়ান সতর্ক করে দিয়ে বলেন যে কয়েক মাস পর অনেক দেশেই এই প্রাদুর্ভাবের পুনরাবৃত্তি ঘটতে পারে।