অভিবাসী কর্মীদের দেশে প্রেরিত অর্থের পরিমাণ কমে যাবে বলে ধারণা করা হচ্ছে

বিশ্ব ব্যাংক অনুমান করেছে যে, চলতি বছরে অভিবাসী কর্মীদের নিজ দেশে প্রেরিত অর্থের মোট পরিমাণ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর দরুণ চাকরি হারানোর কারণে আংশিকভাবে কমে যাবে।

বিশ্ব ব্যাংকের গতমাসে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০২০ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশে পাঠানো অর্থের পরিমাণ গতবছরের তুলনায় ১০ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার বা ১৯.৭% কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ব ব্যাংক জানায়, এই হ্রাস হবে “সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ব্যাপক পতন” এবং ২০০৯ সালে রেকর্ড করা পতনের থেকেও অনেক বেশি যখন বিশ্ব এক বৈশ্বিক আর্থিক সংকটের কবলে পড়েছিল।

বৈশ্বিক মহামারীর বয়ে আনা অর্থনৈতিক সংকট এবং পরবর্তী বিশ্বব্যাপী লকডাউনের মাঝে, বেতন কমে যাওয়ার পূর্বাভাস এবং অভিবাসী কর্মীদের কর্মসংস্থান হ্রাসকে বিশ্ব ব্যাংক প্রধানত দায়ী করে।

যখন বিশ্বব্যাপী অভিবাসী কর্মীদের সংখ্যা বাড়ছিল, তখন নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে প্রেরিত অর্থের পরিমাণ গত দশকের চেয়ে ১.৫ গুণেরও বেশি বেড়ে গিয়ে গত বছর এ যাবৎকালের রেকর্ড সর্বোচ্চ ৫৫ হাজার ৪২০ কোটি ডলারে দাঁড়ায়।

এ ধরনের প্রেরিত অর্থ দেশে থাকা আত্মীয়-স্বজনদের জীবনযাত্রায় সহায়তা করে এবং প্রাপ্ত পক্ষের দেশগুলোর জন্য বৈদেশিক মুদ্রার একটি উৎস হিসেবে কাজ করে থাকে।

বিশ্ব ব্যাংকের অভিবাসন ও প্রেরিত অর্থ সংক্রান্ত নেতৃস্থানীয় অর্থনীতিবিদ দিলিপ রাঠা সতর্ক করে দিয়ে বলেন, উন্নয়নশীল দেশগুলোর অনেক পরিবার হয়তো দারিদ্র্যের সম্মুখীন হতে পারে এবং হয়তো খাদ্য ও ওষুধের সংস্থান বা শিশুদের স্কুলে পাঠাতে অক্ষম হয়ে পড়তে পারে।