সমগ্র জাপানের উপর থেকে করোনাভাইরাস জরুরি অবস্থা তুলে নেয়া হয়েছে

টোকিও মেট্রোপলিটন এলাকা এবং সর্ব উত্তরের জেলা হোক্কাইদো’র উপর থেকে জরুরি অবস্থা তুলে নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো। গত সপ্তাহে ওসাকা ও কিয়োতো অন্তর্ভুক্ত থাকা পশ্চিমের তিনটি জেলার ক্ষেত্রে অনুরূপ পদক্ষেপ নেয়ার পর সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত এলো। এর ফলে এখন জাপানের কোন জেলাই আর জরুরি অবস্থার আওতাভুক্ত নয়।

এক্ষেত্রে, পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে বিশেষজ্ঞদের মতামত সরকারি কর্মকর্তারা শোনার পর এই সিদ্ধান্ত নেয়া হল।

উল্লেখ্য, টোকিও ও এর আশেপাশের তিনটি জেলা- কানাগাওয়া, সাইতামা, চিবা এবং সর্বউত্তরের জেলা হোক্কাইদো ছিল সরকার ঘোষিত জরুরি অবস্থার আওতাধীন সর্বশেষ জেলা।

এপ্রিল মাসের শুরুর দিক থেকে জাপান দেশব্যাপী জরুরি অবস্থার অধীনে ছিল। গত সপ্তাহে অন্য ৪২টি জেলা থেকে জরুরি অবস্থা তুলে নেয়া হয়।

তবে, সংক্রমণের দ্বিতীয় একটি ঢেউ রোধে, সরাসরি পারস্পরিক সংযোগ কমিয়ে আনার মত সম্ভাব্য সবকিছু করা অব্যাহত রাখতে লোকজনের প্রতি কর্মকর্তারা আহ্বান জানিয়ে চলেছেন।