সেবা গ্রহণ হ্রাসে বয়োবৃদ্ধদের উপর নেতিবাচক প্রভাব
জাপানে পরিচালিত এক জরিপে, বৈশ্বিক করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে নার্সিং সেবা গ্রহণ থেকে বিরত থাকা দেশের বয়োবৃদ্ধ নাগরিকরা দেহের পেশীর দুর্বলতা এবং বোধ বুদ্ধি হ্রাস পাওয়া সমস্যায় ভুগছেন বলে প্রতীয়মান হয়েছে।
শুকুতোকু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউকি ইয়াসুহিরো, চলতি মাসে অনলাইনে বাড়ি ভিত্তিক সেবা দানের কাজে সহায়তা করা ৫শ ৩জন কর্মীর উপর একটি জরিপ পরিচালনা করেন।
উত্তরদাতাদের ৮২ শতাংশ, তাঁদের সেবা গ্রহীতাদের মধ্যে এক বা ততোধিক জ্যেষ্ঠ নাগরিক সেবা গ্রহণ কমিয়ে দিয়েছেন বলে জানান।
৬২ শতাংশ উত্তরদাতা, সেবা গ্রহণ হ্রাস করা লোকজনের মধ্যে দৈহিক ও বোধ বুদ্ধি হ্রাস পাওয়ার বিষয় শনাক্ত করতে পেরেছেন বলে জানান। এঁদের মধ্যে ২১ শতাংশ, এইধরনের ঘটনার সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক উচ্চ বা উচ্চ বলে উল্লেখ করেন।
প্রশ্নপত্রটিতে জনৈক উত্তরদাতা, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে বয়োবৃদ্ধদের মধ্যে একধরনের হতাশা রয়েছে বলে মন্তব্য করেন।
অপর একজন উত্তরদাতা, নিজেদের জীবনযাত্রার ধরন পাল্টে যাওয়ায় বয়োবৃদ্ধদের দৈহিক এবং বোধ বুদ্ধি হ্রাস পেয়ে চলেছে বলে উল্লেখ করেন।
অধ্যাপক ইউকি, এই ফলাফল থেকে এমনকি অল্প সময়ের জন্য নার্সিং সেবা বন্ধ রাখা হলে সেটি বয়োবৃদ্ধদের দৈহিক ও বোধ বুদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে উল্লেখ করেন।
তিনি, সংক্রমণ প্রতিরোধী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেবাদানকারী কর্মীরা যাতে সেবা প্রদান অব্যাহত রেখে যেতে সক্ষম হয় সেজন্য এই খাতে আরও সহায়তা প্রদানের আহ্বান জানান।