ক্ষতিকর ভুল তথ্য প্রচার বন্ধ করার চেষ্টা করছে ফেসবুক

ফেসবুকের মুখ্য নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, তাঁর সামাজিক নেটওয়ার্ক কম্পানি করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য প্রচার বন্ধ করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার জাকারবার্গ বিবিসি’কে বলেন, তাঁর কম্পানি নেটওয়ার্ক থেকে এমন সব তথ্য সরিয়ে ফেলছে যে তথ্য তাৎক্ষণিকভাবে কারুর ক্ষতি করতে পারে বা যা থেকে আসন্ন ক্ষতির আশংকা আছে।

তিনি বলেন, “এমনকি সেই তথ্যে যদি বস্তুগত ক্ষতি আসন্ন নাও হয়, তবু আমরা কোনো ভুল তথ্য ব্যাপক ভাবে প্রচার হতে দিতে চাই না”। তিনি আরও বলেন, ভুল তথ্য প্রচার রোধ করার জন্য ফেসবুক তথ্য যাচাইয়ের স্বাধীন সংস্থা’র সাথে কাজ করছে।

জাকারবার্গ বলেন, ফাইভ-জি ডিজিটাল নেটওয়ার্ক ভাইরাস বিস্তারে মদত দিচ্ছে, এমনটা দাবি করা খবর ফেসবুক তার নেটওয়ার্ক থেকে সরিয়ে দিয়েছে। এই তথ্য গতমাসে বৃটেনে ব্যাপকভাবে বিনিময় হয়, যার ফলে ফাইভ-জি’র অবকাঠামোর কিছু ক্ষতি হয়েছে এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের হুমকি দেওয়া হয়েছে।

তবে সমালোচকরা বলছেন, করোনাভাইরাস সংক্রান্ত প্রচুর পরিমাণ ভুল তথ্য এখনও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবং তা প্রতিরোধের ব্যবস্থা এখনও অপ্রতুল।