ভারতের পূর্বাঞ্চল ও বাংলাদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান
শক্তিশালী একটি ঘূর্ণিঝড় ভারতের পূর্বাঞ্চল ও বাংলাদেশের ভূমিতে আঘাত হেনেছে এবং আশ্রয় কেন্দ্রে সরে আসা লোকজনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।
আম্পান এক পর্যায়ে প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠে মারাত্মক ধরনের ঘূর্ণিঝড়ের আকার নিলেও ভারতের পূর্ব উপকূলের অদূর দিয়ে উত্তর দিকে অগ্রসর হতে থাকা অবস্থায় কিছু শক্তি সেটা হারিয়ে ফেলে।
বুধবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভূমিতে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।
ভারত ও বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া অবস্থায় খুব খারাপ এক সময়ে চরম এই আবহাওয়া পরিস্থিতি দেখা দিয়েছে।
ভারতের পূর্বাঞ্চলীয় দুটি রাজ্যে ৪ হাজারের কাছাকাছি এবং বাংলাদেশে ২৫ হাজারের বেশি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
উভয় দেশে প্রায় ৩০ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।