ওসাকা দুর্গের প্রধান দালান খুলে দেয়া হল
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রায় তিন মাস বন্ধ রাখার পর ওসাকা দুর্গের প্রধান দালানটি দর্শকদের সামনে খুলে দেয়া হয়েছে।
বুধবার সকালে দালানের ফটক উন্মুক্ত করার সময় ড্রামের আওয়াজ শুনতে পাওয়া যায়। দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখেন কর্মীরা এবং সংক্রমণ ছড়িয়ে পড়লে তা শনাক্তকরণের লক্ষ্যে তাদের নাম এবং ঠিকানা লিখতে বলেন।
পর্যবেক্ষণ ডেকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সময় দূরত্ব বজায় রেখে টেপ দিয়ে দাগ করে রাখা জায়গাগুলোতে দর্শনার্থীরা দাঁড়ান।
ষাটের কোঠার বয়সী ওসাকার এক ব্যক্তি বলেন যে তিনি দালানটি খোলার অপেক্ষায় ছিলেন। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে তিনি বলেন যে এটি তাকে আবারো সতেজ করে তুলতে সাহায্য করছে।
ওসাকা দুর্গের যাদুঘরের পরিচালক কিতাগাওয়া হিরোশি বলেন, দুর্গটি বন্ধ রাখার সময়সীমা তার প্রত্যাশার থেকে বেশি ছিল। অধিক সংখ্যক দর্শনার্থীদের তিনি অভ্যর্থনা জানাতে চান উল্লেখ করে বলেন যে ওসাকার ইতিহাস জানার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়েও তারা যেন মনোযোগ দেন তা তিনি এখন দেখতে চান।