টোকিও ও ওসাকা’র সংক্রমণ উপাত্তের উপর মনোযোগ দিবে জাপান সরকার
টোকিও এবং ওসাকায় সংক্রমণ ঘনিষ্ঠভাবে বিশ্লেষণের মধ্যে দিয়ে বাকি আটটি জেলার উপর থেকে জরুরি অবস্থা তুলে নেয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে পারে জাপান সরকার।
উল্লেখ্য, এপ্রিল মাসের ৭ তারিখ প্রথম জরুরি অবস্থা জারি করে সরকার। আর গত বৃহস্পতিবার ৩৯টি জেলা থেকে সেটি তুলে নেয়ার ঘোষণা দেয় তারা।
আগামী বৃহস্পতিবারের দিকে আটটি জেলার উপর থেকে জরুরি অবস্থা তুলে নেয়া হবে কিনা, সেটি নির্ধারণের জন্য সরকার একটি বিশেষজ্ঞ প্যানেলের মতামত জানতে চাওয়ার পরিকল্পনা করছে।
জরুরি ঘোষণাটি এখনও টোকিও এবং এর আশেপাশের পূর্বদিককার জেলা সাইতামা, চিবা ও কানাগাওয়া’র পাশাপাশি উত্তরের জেলা হোক্কাইদো এবং পশ্চিমের প্রতিবেশী জেলা ওসাকা, কিয়োতো এবং হিয়োগো’র উপর বলবৎ রয়েছে।
সরকার সংশ্লিষ্ট দুই অঞ্চলের উপর থেকে জরুরি অবস্থা কবে তুলে নেয়া হবে সেটি বিবেচনার জন্য টোকিও ও ওসাকা’র সংক্রমণ পরিসংখ্যানের উপর মনোযোগ নিবদ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে।
সরকার সংশ্লিষ্ট আটটি জেলার লোকজনকে সংক্রমণ প্রতিরোধে বাড়ির অভ্যন্তরে থাকার পাশাপাশি অন্যান্য পদক্ষেপ নেয়ারও আহ্বান জানাচ্ছে। এছাড়া, অন্যান্য অঞ্চলের অধিবাসীদেরও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানাচ্ছে তারা।