প্রথম ত্রৈমাসিকে জাপানের জিডিপি’র ৩.৪ শতাংশ সংকোচন

জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে জাপানের জিডিপি বা মোট দেশজ উৎপাদনের বড় ধরনের হ্রাসের মধ্যে দিয়ে করোনাভাইরাস বৈশ্বিক মহামারী একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রভাব রাখা অব্যাহত রেখেছে।

মন্ত্রিপরিষদ দপ্তর বলছে, এর পূর্ববর্তী ত্রৈমাসিক হতে বার্ষিক ৩.৪ শতাংশ হারে প্রকৃত জিডিপি সংকুচিত হয়েছে। এটি টানা দ্বিতীয় সংকোচন।

জাপানের জিডিপির অর্ধেকেরও বেশি স্থান দখল করা ব্যক্তিগত ভোক্তা ব্যয় ০.৭ শতাংশ কমেছে। লোকজন বাইরে গিয়ে আহার এবং পর্যটন কার্যক্রম থেকে বিরত থেকেছে। গাড়ি বিক্রিও বেশ তীক্ষ্ণভাবে হ্রাস পেয়েছে।

বৈশ্বিকভাবে অর্থনীতি স্থবির হয়ে পড়ায় রপ্তানি ৬ শতাংশ কমেছে। আবাসন বিনিয়োগ হ্রাস পেয়েছে ৪.৫ শতাংশ যখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগও কমেছে ০.৫ শতাংশ।

এদিকে, এপ্রিল-জুন প্রান্তিকে অর্থনীতি বৈশ্বিক মহামারীর কারণে আরও বড় ধরনের ধাক্কা খাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।